মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে জাসদের উদ্যোগে মানববন্ধন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

॥চঞ্চল সরদার॥ সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা জাসদ(ইনু) এর উদ্যোগে গতকাল ৩১শে জুলাই দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও লিফলেট বিতরণ করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা জাসদের সহ-সভাপতি আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে জাসদের কেন্দ্রীয় উপদেষ্টা ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, জেলা জাসদের সাধারণ সম্পাদক মুনিরুল হক মুনির, সাবেক জাসদ ছাত্রলীগ নেতা লুৎফর রহমান লাবু, পাংশা উপজেলা জাসদের যুগ্ম-সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জাতীয় শ্রমিক জোটের জেলা শাখার সদস্য সচিব শহিদুর রহমান মঞ্জু, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুল আলম, যুব জোটের জেলা শাখার আহ্বায়ক কামরুল ইসলাম কামুন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, জনগণের সমর্থনে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাস, সহিংসতা, অন্তর্ঘাত, নাশকতা, আগুন সন্ত্রাস, অশান্তির রাজনীতি নেই। দেশ উন্নয়নের পথে অনেকদূর এগিয়েছে। এক নতুন রাজনৈতিক পর্বে উপনীত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, দুর্নীতি, লুটপাট, মাদক, দলবাজী, ক্ষমতাবাজী, ক্ষমতার অপব্যবহার, গুন্ডামী, নারী-শিশু নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক ক্ষমতার মদদপুষ্ট হয়ে প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠছে। বৈষম্য ও বঞ্চনার শিকার সাধারণ মানুষ বিপন্ন বোধ করছে। এই পরিস্থিতির অবসানে মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ ও প্রশাসনের নিরপেক্ষ কার্যকর ভূমিকা পালন করতে হবে। বহু কষ্টে অর্জিত উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিতে সুশাসনের কোন বিকল্প নেই। তাই জাসদ রাজনীতির নতুন পর্বে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তিতে উপনীত হতে সরকারসহ দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক দল-শক্তি-মহল-ব্যক্তির প্রতি আহ্বান জানায়।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়পুলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি আহমেদ নিজাম মন্টুর বাড়ীর সামনে গিয়ে শেষ হয়। পরে জাসদের নেতাকর্মীরা ক্যান্সারে আক্রান্ত সভাপতি মন্টুকে দেখতে যান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!