॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট(পিটিআই)’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল ৩০শে জুলাই সকালে পিটিআই মিলনায়তনে এই পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
পিটিআই’র সুপারিনটেনডেন্ট আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমুখ বক্তব্য রাখেন।