॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির চাহিদার জোগান দিতে আমাদেরকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।
গতকাল ২৯শে জুলাই বিকালে রাজবাড়ী শহরের রেলওয়ে আজাদী ময়দানে ৭দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা ও ফলদ বৃক্ষরোপণ পক্ষের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। তাই আমরা পরিকল্পিতভাবে বেশী বেশী করে বৃক্ষরোপণ করবো। এই বৃক্ষমেলা বৃক্ষরোপণের প্রতি জনগণের সচেতনতা বাড়াবে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ এনামুল হক ভুঁইয়া, অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন ও বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা কৃষক-কৃষাণী ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।