শুক্রবার, ০২ মে ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গোয়ালন্দের বদ্ধ জলাশয় সাঁতরে পাড়ি দেয়ার সময় শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ গতকাল সোমবার বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দে পাট ধোয়া শেষ করে উজানচর বদ্ধ জলাশয় সাঁতরে পাড়ি দিয়ে পাড় হওয়ার সময় ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মৃত শ্রমিকের নাম মোঃ রাশিদুল ইসলাম(৩৯)। সে জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দীঘলহাট গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে।
গতকাল ২৯শে সকালে তিনি পৌর শহরের বদিউজ্জামান বেপারী পাড়ার মোঃ সিদ্দিক সরদারের বাড়িতে শ্রমিক হিসেবে কাজে আসেন।
সিদ্দিক সরদার জানান, গতকাল সকালে গোয়ালন্দ বাজার রেলস্টেশন থেকে রাশিদুল ইসলামসহ পাংশার আরো ১জন, রাজবাড়ী সদরের ১জন এবং স্থানীয়ভাবে আরো ৫জন মিলে মোট ৮জন শ্রমিক তিনি পাট কাটা ও ধোয়ার জন্য নিয়ে আসেন। প্রতিদিন দুই বেলা খাবারসহ ৫০০ টাকা করে মুজুরি হিসেবে চুক্তিতে বাড়িতে আনেন। বাজার থেকে আসার পর তিনি(সিদ্দিক) ওই ৮জন শ্রমিক নিয়ে বাড়ির সামনে উজানচর বদ্ধ জলাশয় পাড়ি দিয়ে নতুন পাড়ায় রোপনকৃত পাট ধোয়ার কাজ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে কেউ নৌকায় কেউ গোসল করতে করতে জলাশয় পাড়ি দেন। এ সময় রাশিদুল ইসলামসহ আরো দুই শ্রমিক একত্রে গোসল করতে করতে জলাশয় পাড়ি দেয়ার কথা জানায়। ৩জনের ২জন একটু তার থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটু পরই “আমাকে ধর, বাঁচতে পারছি না” বলে রাশিদুল ইসলাম চিৎকার দেয়। কথা শুনে সবাই এগিয়ে কাছে পৌছতেই তিনি পানির নিচে ডুবে যায়। মুুহুর্তের মধ্যে তাকে খুঁজতে থাকে।
এ খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিফিল ডিফেন্সের কর্মীরা স্থানীয় লোকজন সাথে করে তাকে উদ্ধারে খোঁজ করতে থাকে। গোয়ালন্দ ঘাট থানা পুলিশও সেখানে উপস্থিত হন।
ফায়ার সার্ভিস এন্ড সিফিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেছি। এখানে পানির গভীরতাও বেশি নয়। এছাড়া কোন ¯্রােতও নেই। তবে সমস্যা হচ্ছে এখানে কোন ডুবুরি নেই। সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারে কাজ করছেন। তার নাম ও পরিচয় পাওয়া গেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!