॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে গতকাল ২৯শে জুলাই রাত ৮টার দিকে ‘রোভারিং করব, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১ম বার্ষিক দীক্ষা-তাঁবুবাস-২০১৯ ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়।
পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা রোভারের কমিশনার ও রাজবাড়ী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা রোভারের সম্পাদক মোঃ আবদুর রশিদ মিয়া, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোহাম্মদ আব্দুর রউফ, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজ রোভার স্কাউট গ্রুপের আরএসএল বেলায়েত হোসেন। উপস্থাপনা করে সিনিয়র রোভার মেট শেখ সুজন।
অনুষ্ঠানে রোভার স্কাউটিংয়ের সাথে সংশ্লিষ্টদের মানবিক গুণাবলীর দৃষ্টান্ত স্থাপনের গুরুত্বারোপ করা হয়।