॥এম.এইচ আক্কাছ॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গতকাল ২৮শে জুলাই সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী সংলগ্ন পোড়াভিটায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবা সেবনরত অবস্থায় ৪জন মাদকসেবীকে আটক করে।
এ সময় গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতে পরিচালনার মাধ্যমে প্রত্যেককে ৩মাসের বিনাশ্রম জেল দিয়ে কারাগারে প্রেরণ করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলো ঃ দৌলতদিয়া বাজার এলাকার মৃত আয়ুব শেখের ছেলে আশরাফুল শেখ(৩৫), দৌলতদিয়া হামেদ মৃধার হাট এলাকার ইদ্রিস মৃধার ছেলে সোহেল মৃধা(১৯), ফরিদপুর সদর উপজেলা মমিন খাঁর হাটের মৃত আছর উদ্দিন শেখের ছেলে আঃ ছালাম শেখ(৩০) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ঈশ্বরদী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে আজিজুল শেখ(৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর কর্মকর্তা ধনঞ্জয় চন্দ্র মন্ডল ও এলামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম দৌলতদিয়া পতিতাপল্লী পোড়াভিটায় হেরোইন ও ইয়াবা সেবনের সময় উল্লেখিত ৪জন মাসকসেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করেন।