॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ২৮শে জুলাই সকালে ছেলেধরা গুজব প্রতিরোধে জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন ও মোহাম্মদ আব্দুর রউফ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী।
প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ লাবীব আব্দুল্লাহ বলেন, বর্তমানে ছেলেধরা বলে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে তারা দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতি চায় না। আপনারা গুজবে কান দিবেন না। এটি সম্পূর্ণ মিথ্যা। গুজব ছড়ানোর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন তিনি। সেই সাথে এলাকায় কারো সম্পর্কে সন্দেহ সৃষ্টি হলে আইন নিজ হাতে তুলে না নিয়ে জেলার পুলিশ কর্মকর্তাদের কাছে অথবা ৯৯৯ নম্বরে কল করে অবহিত করার আহবান জানান তিনি।
রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় পাংশা সরকারী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।