॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বয়ষ্ক ভাতা ভোগীদের মধ্যে ভাতার বই বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল ২৮শে জুলাই সকালে উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই বয়ষ্ক ভাতার বই বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ সময় উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ নবাবপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও বয়ষ্ক ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের ২০১৮-২০১৯ অর্থবছরের অতিরিক্ত বরাদ্দ থেকে নবাবপুর ইউনিয়নের ১১৫ জন বয়ষ্ক ভাতাভোগীর মধ্যে এই ভাতার কার্ড বিতরণ করা হয়।