রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৈনিক মাতৃকণ্ঠ ও রাজবাড়ী সংবাদের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খোলায় জিডি

  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী থেকে প্রকাশিত বহুল প্রচারিত পাঠকপ্রিয় দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ পত্রিকার নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খোলার ঘটনায় রাজবাড়ী থানায় জিডি এন্ট্রি করা হয়েছে।
গতকাল ২৭শে জুলাই দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক খোন্দকার আব্দুল মতিন এই জিডি করেছেন(রাজবাড়ী থানার সাধারণ ডাইরী নং-১৭৪১, তাং-২৭/০৭/২০১৯ইং)।
জিডিতে দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদের নামে ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খোলার সাথে জড়িত স্বার্থান্বেষী গোষ্ঠী/চক্রের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ভুয়া ফেসবুক আইডি ও পেজ ৪টি হচ্ছে ঃ ‘দৈনিক মাতৃকণ্ঠ’ (https://www.facebook.com/profile.php?id=100037919625875), ‘রাজবাড়ী সংবাদ’ (https://www.facebook.com/রাজবাড়ী-সংবাদ-970378073031543), ‘রাজবাড়ী সংবাদ’ (https://www.facebook.com/profile.php?id=100013269222209) এবং ‘রাজবাড়ী সংবাদ’ (https://www.facebook.com/profile.php?id=100023001128877)
উল্লেখিত ফেসবুক পেজ ও আইডি বন্ধ করাসহ এর সাথে জড়িত স্বার্থান্বেষী গোষ্ঠী/চক্রের বিরুদ্ধে জরুরী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, জিডি বিষয় তদন্ত করে ভুয়া ফেসবুক আইডি ও পেজ বন্ধের জন্য কর্তৃপক্ষকে জানানো হবে এবং এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক মাতৃকণ্ঠ ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদ-এর সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বলেন, থানায় জিডি’র পাশাপাশি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়কসহ সংশ্লিষ্টদেরকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!