॥স্টাফ রিপোর্টার॥ র্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল ২৭শে জুলাই বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রাজবাড়ী সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
র্যালীটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবাহান, যুগ্ম-সম্পাদক এডঃ মোঃ শফিকুল আজম মামুন, প্রচার সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ ওহাব সরদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ ও সাধারণ সম্পাদক ইমরান সরদার প্রমুখ বক্তব্য দেন। পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব পালন করা হয়। এরআগে সকালে একই স্থানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নিমাই চন্দ্র কর্মকার ও উপস্থাপনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রুবেল।
তবে আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা।