Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে সাইফ পাওয়ার ব্যাটারী প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শুরু হয়েছে সাইফ পাওয়ার ব্যাটারী জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮।
গতকাল ২৬শে জুলাই বিকেল সাড়ে ৪টায় পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যার ফকীর আব্দুল জব্বার। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক গোলাম মওলা ও যুগ্ম-সম্পাদক আব্দুল কুদ্দুস জিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী বয়েজ ক্লাব ৮-০ গোলে বালিয়াকান্দি শালমারা এসএনএস ফুটবল একাদশকে হারিয়ে শুভ সূচনা করেছে।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াসের উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেননি।