॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শুরু হয়েছে সাইফ পাওয়ার ব্যাটারী জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ-২০১৮।
গতকাল ২৬শে জুলাই বিকেল সাড়ে ৪টায় পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যার ফকীর আব্দুল জব্বার। এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক গোলাম মওলা ও যুগ্ম-সম্পাদক আব্দুল কুদ্দুস জিকো প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় রাজবাড়ী বয়েজ ক্লাব ৮-০ গোলে বালিয়াকান্দি শালমারা এসএনএস ফুটবল একাদশকে হারিয়ে শুভ সূচনা করেছে।
উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াসের উপস্থিত থাকার কথা থাকলেও তারা কেউ আসেননি।