॥মাহবুব হোসেন পিয়াল॥ ফরিদপুরের পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খানের বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ফরিদপুর প্রেসক্লাব।
গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবনের মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
ফরিদপুরে থাকাকালীন সময়ে পুলিশ সুপার জাকির হোসেনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন প্রবীন সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং ফরিদপুরের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান, দৈনিক প্রথম আলোর সাংবাদিক প্রবীর কান্তি বালা, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক হাসানউজ্জামান, আমির আলী, বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি সাজ্জাদ হোসাইন ও বার্তা টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট রেজাউল করিম ।
প্রতিক্রিয়া ব্যক্ত করে বিদায়ী পুলিশ সুপার মোঃ জাকির হোসেন বলেন, ফরিদপুরে থাকাকালীন সময়ে তিনি নিষ্ঠার সাথে কাজ করার চেষ্টা করেছেন। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সে ব্যাপারে ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ কোন নাগরিক যাতে অহেতুক ভাবে পুলিশের হয়রাণির শিকার না হন সেদিকে লক্ষ্য রেখেছেন।
এ সময় অন্যানের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামাল পাশা, অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) মোঃ সাইফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ সাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার জাকির হোসেন খানকে ফুল দিয়ে সম্মান জানানো হয়। পরিশেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ঠা মার্চ পুলিশ সুপার হিসেবে জাকির হোসেন খান ফরিদপুরে যোগদান করেন। এরআগে তিনি নেত্রকোণা ও নিলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি শেষ অফিস করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার(ডিসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
গতকাল ২৫শে জুলাই বিকেলে নবাগত পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জাকির হোসেন। ফরিদপুরে পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়ার আগে আলীমুজ্জামান ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ট্যুরিরিজম ইউনিটের সাইবার ক্রাইম শাখার ডেপুটি কমিশনারের(ডিসি) দায়িত্বে ছিলেন।