॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা গতকাল ২৫শে জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন ও রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে কালুখালীর সার্বিক উন্নয়ন হবে এটা আমার বিশ্বাস। নিজ নিজ দপ্তরকে আপন মনে করে কাজ করলে সেটার মধ্যে আনন্দ পাওয়া যায়। তিনি সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।