রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে আজ

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ দুই বছর বিরতির পর আজ ২৬শে জুলাই থেকে শুরু হচ্ছে ‘সাইফ পাওয়ার ব্যাটারী রাজবাড়ী জেলা ১ম বিভাগ ফুটবল লীগ-২০১৮’।
বিকাল ৪টায় রাজবাড়ী শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা ফুটবল এসোসিয়েশনের(ডিএফএ) সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার), রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস।
এ উপলক্ষে জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ) উদ্যোগে গতকাল ২৫শে জুলাই বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামস্থ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ডিএফএ’র সভাপতি ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ.বি.এম মঞ্জুরুল আলম বলেন, দীর্ঘদিন পরে হলেও রাজবাড়ীতে আবার মাঠে ফুটবল গড়াচ্ছে। আর্থিক সমস্যা ও স্পন্সর না পাওয়ায় গত ২বছর এই ফুটবল লীগ আয়োজন করা যায়নি। ২০১৮ সালে এই লীগ আয়োজন করার কথা ছিল। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য প্রশাসনিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। অনেক চেষ্টার পর ‘সাইফ পাওয়ার ব্যাটারী’কে স্পন্সর হিসেবে পাওয়া গেছে। এর কর্ণধার তরফদার রুহুল আমিন চট্টগ্রামের শিপিং ব্যবসায়ী। রেলের মাঠটাকে ঠিক করতে পারলে, সেখানে খেলা হলে ভালো দর্শক হতো। তা সম্ভব না হওয়ায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামেই এই লীগের আয়োজন করা হয়েছে। রাজবাড়ী জেলায় ডিএফএ’র এফিলিয়েড(অনুমোদিত) ২২টি ক্লাব আছে। তাদের সবাইকেই আমরা অংশগ্রহণের জন্য চিঠি দিয়েছিলাম। এর মধ্যে ৮টি ক্লাব অংশ নিয়েছে। আর্থিক সমস্যাসহ অন্যান্য কারণে বাকী ক্লাবগুলো অংশ নিতে পারেনি। শুক্রবার(২৬শে জুলাই) থেকে শুরু হয়ে ২৯শে জুলাই পর্যন্ত লীগ পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হবে। তাদের মধ্যে শীর্ষ ৪টি দল সেমিফাইনালে অংশগ্রহণ করবে। ১লা সেপ্টেম্বর ১ম ও ৩য় স্থান অধিকারী দল দু’টির মধ্যে প্রথম সেমিফাইনাল এবং ৩রা সেপ্টেম্বর ২য় ও ৪র্থ স্থান অধিকারী দল দু’টির মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৬ই সেপ্টেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলা।
এবিএম মঞ্জুরুল আলম দুলাল আরো বলেন, জেলা ফুটবল এসোসিয়েশন আর্থিকভাবে খুবই দুর্বল। এ জন্যই নিয়মিত ফুটবল লীগ আয়োজন বা বয়সভিত্তিক প্রশিক্ষণের মতো কাজগুলোও করা সম্ভব হয় না। এমনকি ডিএফএ’র বসার মতো কোন জায়গাও নেই। তাই আজকে জেলা ক্রীড়া সংস্থার কক্ষে এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে। তবে আশার কথা হলো আমাদের দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এবারের বাজেটে ফুটবলের জন্য আলাদাভাবে ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আশা করি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সভাপতি কাজী সালাউদ্দিনের মাধ্যমে সেখান থেকে বরাদ্দ পেয়ে আমরা রাজবাড়ীর ফুটবলের উন্নয়নে কাজে লাগাতে পারবো। আমি রাজবাড়ীর ফুটবলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মওলা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস জিকো এবং কার্যনির্বাহী সদস্য হাবিব শেখসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!