॥মনির হোসেন॥ সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ক্যান্সার আক্রান্ত ৪জন রোগীকে ৫০ হাজার টাকা করে ২লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
কালুখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে গতকাল ২২শে জুলাই দুপুরে উপজেলা সমাজসেবা অফিসারের অফিস কক্ষে তাদের হাতে এই চেক তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।