॥হেলাল মাহমুদ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রূহের মাগফেরাত কামনায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির উদ্যোগে গতকাল ২০শে জুলাই দুপুরে(বাদ জোহর) দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সদস্য সচিব মোকছেদুর রহমান মোমিন, আক্তারুজ্জামান হাসান, খন্দকার গোলাম কবির, আবুল হোসেন, হামিদুল হক বাবলু, রাকিবুল ইসলাম শামীম, সোলায়মান শেখ, আকাই মোল্লা, ফিরোজ আল মুজাহিদ, সার্জেন্ট(অবঃ) আব্দুল মান্নান, আক্কাছ আলী বাবুসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।