॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ও মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৮ই জুলাই র্যালী, উদ্বোধনী আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ও ফেস্টুন সহকারে শহরে র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী আলোচনা সভা এবং শেষে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা ও মৃগেল জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।
পাংশার এসিল্যান্ড সাদিয়া শাহনাজ খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মোস্তারিনা আফরোজ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মোত্তালেব আলী, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ মোক্তার হোসেন, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার মোঃ আব্দুল মোত্তালেব ও মৎস্য চাষী আশরাফুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ শাহিন কবিরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, মৎস্য চাষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৎস্য দপ্তরের সাফল্য তুলে ধরা হয়। সেই সাথে মৎস্য চাষে অনুপ্রেরণা প্রদান করা হয়। এর আগে গত বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সপ্তাহ ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।