॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারের ওষুধ ও মিষ্টির দুই দোকানীকে জরিমানা করা হয়েছে।
গতকাল ১৭ই জুলাই অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত বাজার তদারকি অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় বাজারের ১টি ওষুধের দোকানকে ৩হাজার টাকা এবং মিষ্টিতে নিষিদ্ধ রং ব্যবহারের দায়ে তোয়া মিষ্টান্ন ভান্ডার নামের ১টি মিষ্টির দোকানকে একই আইনের ৪২ ধারায় ২হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
এছাড়াও অভিযানকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে পরামর্শ দেয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।