শনিবার, ০৩ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বানীবহ ইউপি আ’লীগের সভাপতি প্রার্থী আজিজুর রহমান খান স্বপন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন দলীয় কাউন্সিলে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বানীবহ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান খান স্বপন।
তিনি বানীবহ ইউনিয়নের বানীবহ গ্রামের আওয়ামী পরিবারের সন্তান। তার দাদা মরহুম আব্দুর রহমান খান দীর্ঘদিন বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মরহুম আব্দুর রহমান খানের ভাই মরহুম মোখলেছুর রহমান খান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি স্বাধীনতার পর বানীবহ ইউনিয়ন পরিষদের সরকার মনোনীত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পিতা ডাঃ আব্দুল খালেক খান সরকারী চাকুরী থেকে অবসর নেয়ার পর বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মোঃ আজিজুর রহমান খান স্বপনও ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ১২/১৩ বছর ছাত্রলীগের রাজনীতি করার সময়ে বানীবহ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১০/১২ বছর যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং বানীবহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বানীবহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
বানীবহে ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারীর বিতর্কিত নির্বাচন প্রতিহত করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ছাত্রলীগ নেতা বছিরের সাথে আরো যে ১৫/১৬ জন ছাত্রলীগ নেতা ছিলেন স্বপন ছিলেন তাদের অন্যতম। বছির হত্যাকান্ডের পর উল্টো তাদের নামেই মামলা দেয়া হয়েছিল, যে মামলাটির নিষ্পত্তির ব্যাপারে ভূমিকা রেখেছিলেন স্বয়ং আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯০ সাল থেকে অদ্যাবধি দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য মামলার মোকাবেলা করতে হয়েছে। প্রতিপক্ষের হামলার শিকারও হয়েছেন। কিন্তু সকল হামলা-মামলা উপেক্ষা করে দলের সাথে থেকেছেন, কখনো দূরে সরে যাননি। নিজের মামলা-মোকদ্দমা মোকাবেলার পাশাপাশি দলের নেতাকর্মীদের মামলা পরিচালনাসহ যে কোন ধরনের সমস্যায় সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। সাধ্য অনুযায়ী সর্বাত্মক সহযোগিতা করেছেন, এখনো করে যাচ্ছেন। তিনি সবসময়ই দলের জন্য নিবেদিত প্রাণ। সামাজিক কর্মকান্ডের জন্যও তার সুখ্যাতি রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১কন্যা সন্তানের জনক। তারা লেখাপড়া করছে। স্ত্রী গৃহিনী।
বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ আজিজুর রহমান খান স্বপন বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে দলের ভালো কোন পদে না থাকলেও সবসময় নেতাকর্মীদের পাশে থেকেছি। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সহযোগিতায় এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য চেষ্টা করেছি। বণিক সমিতির নেতা হিসেবে ব্যবসায়ীদের যে কোন ঘটনাসহ এলাকার সালিশ-বিচারে সবসময় নিরপেক্ষ ভূমিকা রেখেছি। ১৯৯০ সাল থেকে এ পর্যন্ত যতগুলো আন্দোলন-সংগ্রাম হয়েছে তার প্রতিটিতেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। কিন্তু ইদানীং দলে অনুপ্রবেশকারী একশ্রেণীর নেতাকর্মীর জন্য বানীবহ ইউনিয়নে সংগঠন অনেকটাই দুর্বল হয়ে গেছে। সরকারী ভাতা-অনুদান সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এসব কারণে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের জন্য কাজ করার লক্ষ্যে সভাপতি প্রার্থী হয়েছি। ইউনিয়নের সর্বস্তরের আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি সভাপতি নির্বাচিত হলে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!