॥চঞ্চল সরদার॥ ছাত্রলীগের নেতাকর্মীদের সহায়তায় রিয়াদ(১২) নামের শিশুটিকে খুঁজে পেল তার মা-বাবা।
রিয়াদ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকার ভ্যান চালক ইমান মোল্লার ছেলে। গত ১৫ই জুলাই সকালে সে রাগ করে বাড়ী থেকে চলে আসে। পরদিন গত ১৬ই জুলাই রাতে সে রাজবাড়ীর ১নং রেলগেটে বসে বাড়ীতে মা-বাবার কাছে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। ঘটনাটি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর চোখে পড়ার পর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সদর থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সারেকুল ইসলাম বাপ্পি, মিজান, সুমন, রায়হান, রনি শিশুটির সাথে কথা বলে সেই রাতেই তাকে বাড়ীতে পৌঁছে দেয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাংগঠিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, শিশুটির কান্নাকাটি শুনে আমরা তার কাছে গেলে সে বলতে থাকে আমি বাড়ীতে যাবো, বাবার কাছে যাবো, মায়ের কাছে যাবো। পরে আমরা এই বিষয়টা সদর থানার ওসিকে জানিয়ে বাচ্চাটাকে নিয়ে রাতেই তার বাড়ীতে দিকে বাবা-মায়ের কাছে দিয়ে আসি।