॥তনু সিকদার সবুজ॥ অতি বর্ষণ, বন্যা, নদী ভাঙ্গনসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা গতকাল ১৬ই জুলাই সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) শাহ্ মোঃ সজিব, রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এস.এম নূরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা অজয় কুমার হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, মৎস্য কর্মকর্তা(অতিঃ দাঃ) রবিউল হক, স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান আলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় অতি বর্ষণের ফলে বন্যা এবং নদী ভাঙ্গনসহ যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে তা মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।