॥মোখলেছুর রহমান॥ বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) ও রাজবাড়ীর কালুখালী উপজেলার কৃতি সন্তান রাম চন্দ্র দাস। গতকাল ১১ই জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারী করেছে।
৯ম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রাম চন্দ্র দাস ১৯৯১ সালে চাকুরীতে যোগদান করেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থ বিজ্ঞানে মাস্টার্স পাস করেন। কর্মজীবনে জনপ্রশাসন, ডাক ও টেলিযোগাযোগ, সংস্কৃতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে কাজ করেছেন। প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০১৫ সালে তিনি শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তিনি শরীয়তপুরের জেলা প্রশাসক ছিলেন। ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর ও নড়াইল জেলার কালিয়া উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর বাইরেও তিনি মাঠ প্রশাসনে যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গাতে কাজ করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার ও শিল্পী এবং ২টি কাব্যগ্রন্থের রচয়িতা।