Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে পৃথক দুইটি অগ্নিকান্ডে কোয়েল খামারসহ ঘর ভস্মিভূত

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামে গত ১৭ই মার্চ দিনগত মধ্যরাতে পৃথক দুটি অগ্নিকান্ডে একটি কোয়েল পাখির খামারসহ আরেক পরিবারের রান্না ঘর পুড়ে গেছে।
গতকাল শনিবার কোয়েল পাখির খামারী ইয়াসিন খা ওরফে বাবু খা জানান, গত শুক্রবার খামারের জন্য নেট জাল কিনে রাত বারোটার দিকে বাড়ি ফিরেন। খামারে খাবার দিয়ে দেড়টার দিকে ঘুমিয়ে পড়েন। সাড়ে তিনটার দিকে প্রতিবেশী এক নারীর আগুন বলে চিৎকার করলে ঘুম ভেঙ্গে যায়। ঘুম থেকে উঠে দেখেন তার তৈরী কোয়েল পাখি খামারে আগুন জ্বলছে। খামারের ছাউনি ও চারদিকে পাটকাঠির বেড়া থাকায় দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খামারের দরজা খুলেও তিনি হাতে গোনা মাত্র ৮টি পাখি ছাড়া খামারে থাকা ১হাজার ৪৬০টি পাখি বাঁচাতে পারেননি।
তিনি জানান, গত ১৮ই ফেব্রুয়ারী ফরিদপুরের খলিলপুর এলাকার কোয়েল পাখি খামারী সমুনের হ্যাচারী থেকে ৬হাজার টাকা প্রতি হাজার কোয়েল পাখির বাচ্চা কিনে আনেন। এরপর থেকে তাদের জন্য সুন্দর একটি ঘর তৈরী করে তিনি খামার গড়ে তোলেন। কিভাবে আগুন লেগেছে বলতে পারেননা। আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বাড়িতেই থাকা পানির মোটর চালিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়।
অপরদিকে ভোর রাত চারটার দিকে পাশের আদর্শ গ্রামের দরিদ্র আব্দুল মালেক ফকিরের রান্না ঘরে আগুনে ঘর পুড়ে গেছে। পরিবার ও এলাকার লোকজন আগুন নেভানোর কাজ করায় ত্রিশ মিনিটের মধ্যে আগুন নিভে। ফলে আগুন চারদিকে ছড়াতে পারেনি। কিভাবে আগুন লেগেছে সঠিকভাবে কেউ বলতে পারছেনা।