॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে বাজার তদারকি অভিযান টিম গতকাল ১১ই জুলাই রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের ভবাণীপুরে স্থাপিত ‘কুশল ড্রিংকিং ওয়াটার’ কোম্পানীর ফ্যাক্টরী পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা মিনারেল ওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষাসহ পানি উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন এবং মানসম্মত পানি উৎপাদন ও বাজারজাত করায় তাদেরকে ধন্যবাদ জানান। এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ টিমের অন্যান্য সদস্যগণ এবং কুশল ড্রিংকিং ওয়াটার কোম্পানীর প্রোপাইটর নমিতা রাণী দাসের স্বামী শান্তি ভূষণ দাস উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শান্তি ভূষণ দাস দৈনিক মাতৃকণ্ঠকে জানান, যথাযথভাবে সরকারী আইন ও নীতিমালা মেনে ২০১৪ সাল থেকে তারা মানসম্মত মিনারেল ওয়াটার উৎপাদন ও বাজারজাত করে আসছেন। নিজস্ব ব্যবস্থাপনায় তারা বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ভোক্তাদের নিকট তাদের উৎপাদিত ২০ লিটার পানির জার পৌঁছে দেন। ব্যবসা পরিচালনার জন্য তাদের শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই’র অনুমোদন, ভ্যাট পরিশোধের টিআইএন, পৌরসভার ট্রেড লাইসেন্স ও ফায়ার সেফটির সুব্যবস্থা রয়েছে। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালনাকারী টিমের ফ্যাক্টরী পরিদর্শনকে স্বাগত জানান এবং তাদের পরামর্শ অনুযায়ী স্বচ্ছতার সাথে মানসম্মত মিনারেল ওয়াটার উৎপাদন ও বাজারজাতকরণের প্রতিশ্রুতি দেন।