॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্তসহ ২জনের উপর হামলার ঘটনায় করণীয় নির্ধারণে গতকাল ১০ই জুলাই সন্ধ্যায় দলীয় কার্যালয়ে শহরস্থ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, প্রফেসর ফকরুজ্জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল এবং রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় দলীয় কাউন্সিল থেকে ফেরার পথে গত ৮ই জুলাই সন্ধ্যারাতে গোয়ালন্দের জমিদার ব্রীজ এলাকায় মহাসড়কের উপর সন্ত্রাসীদের হামলায় প্রদীপ্ত চক্রবর্তী কান্ত ও ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লার আহত হওয়ার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবী জানানোসহ জেলা আওয়ামী লীগের করণীয় ও সম্ভাব্য কর্মসূচী সম্পর্কে আলোচনা করা হয়।