॥হেলাল মাহমুদ॥ পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে ঠিকাদার রাস্তার কাজের নির্মাণ সামগ্রী রেখেছে। ধুলাবালি, পাথরের কুচি, কালো ধোঁয়া ও বিটুমিন গলানোর তীব্র গন্ধে একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে-অপরদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, পাংশা এলজিইডির তত্ত্বাবধানে পাংশা উপজেলা পরিষদের সম্মুখ সড়ক হয়ে কালুখালী সড়কে কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে। রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই ঠিকাদার স্কুল মাঠে নির্মাণ সামগ্রী বালু, পাথরের কুচি, বিটুমিনের ড্রাম এবং বিটুমিন গলানোর কাজে ব্যবহৃত মেশিন ও অন্যান্য জিনিসপত্র জমা করে এখন কাজ করছে। বিটুমিন মিশ্রণের সময় মেশিনের শব্দ, আগুনের তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ হচ্ছে।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, কালো ধোঁয়ার কারণে তাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে। জামা-কাপড়গুলোও নষ্ট হয়ে যাচ্ছে। তারা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে।
ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা জুবায়ের মোর্শেদ বলেন, ‘আমরা রাস্তা নির্মাণের জন্য স্কুলের মাঠে নির্মাণ সামগ্রী রেখে কাজটি করছি ঠিকই-তবে দু’একদিনের মধ্যেই কাজটি শেষ হবে।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন বলেন, কালো ধোঁয়ার কারণে আমাদের স্কুলে থাকা কষ্টকর হচ্ছে। এই কালো ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি পাঠদানও ব্যাহত হচ্ছে। বিষয়টি ভাইস চেয়ারম্যানকে জানিয়েও কোন প্রতিকার পাইনি।
পাংশায় উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা বলেন, রাস্তার কাজের জন্য ছাত্র-ছাত্রীদের সাময়িক সম্যস্যা হচ্ছে। তবে দু’একদিনের মধ্যে কাজটি শেষ হলে আর সমস্যা থাকবে না।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কোন লিখিত অভিযোগ পাইনি এবং জানিও না।