॥ইউসুফ মিয়া॥ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ৯ই জুলাই বিকালে শ্রীপুর লজ্জাতুন্নেছা কামিল মাদ্রাসায় এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মোঃ আব্বাস আলী সভাপতি এবং আব্দুল খালেক মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভাপতি পদে মোঃ আব্বাস আলী ছাতা প্রতীকে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ওহাব মোল্লা গরুর গাড়ী প্রতীকে ১০১ ভোট পান।
অপরদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুল খালেক মিয়া মাছ প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খবির ফকির ফুটবল প্রতীকে ৬৩ ভোট পান।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ সানাউল্লাহ মাস্টার, দাদশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মোল্লা, জেলা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিয়া, দাদশী ইউনিয়ন লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক শিকদার, মোক্তার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
এ ব্যাপারে দাদশী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আব্বাস আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক মিয়া বলেন, আমরা উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে ওয়ার্ডের সমস্ত নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। ওয়ার্ডে দলীয় কার্যক্রম জোরদার করাসহ বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতা করবো। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর হাতকে শক্তিশালী করার জন্য ওয়ার্ডের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাবো।