॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন দলীয় কাউন্সিলে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নূরুল ইসলাম শেখ।
শহীদওহাবপুর ইউনিয়নের সাদীপুর গ্রামের সম্ভ্রান্ত একটি আওয়ামী পরিবারের সন্তান মোঃ নূরুল ইসলাম শেখের বড় ভাই মোঃ নূরুজ্জামান শেখ একজন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদওহাবপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। তার আপন চাচাতো ভাই মরহুম আছিরদ্দিন শেখ ওরফে শুনু মেম্বারও ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি শহীদুহাবপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই মোঃ নূরুল ইসলাম শেখের পুরো পরিবার বংশানুক্রমে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় মোঃ নূরুল ইসলাম শেখও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। দলীয় যে কোন কর্মসূচীতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও বিপদে-আপদে দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং দল পরিচালনায় অর্থায়নসহ সাধ্য অনুযায়ী সাহায্য-সহযোগিতা করে থাকেন। তার পিতা মরহুম আব্দুল মতিন শেখও আওয়ামী লীগের ত্যাগী একজন কর্মী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ১পুত্র ও ২কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মমতাজ বেগম একই ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী হওয়ার বিষয়ে মোঃ নূরুল ইসলাম শেখ বলেন, ইউনিয়নের সর্বস্তরের আওয়ামী লীগ ও যুবলীগ-ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি সভাপতি নির্বাচিত হলে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবো।