॥স্টাফ রিপোর্টার॥ ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডে (৪, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ড) আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
তার মধ্যে গত ১লা জুলাই বসন্তপুর কো-অপারেটিভ হাই স্কুলে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে জালাল উদ্দিন শেখ সভাপতি ও কাজী লুৎফর সাধারণ সম্পাদক, গত ২রা জুলাই ছবদার হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮নং ওয়ার্ডের সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে ইউনুছ আলী শেখ সভাপতি ও আঃ ওহাব মল্লিক সাধারণ সম্পাদক, গত ৩রা জুলাই মহারাজপুর মধ্যপাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত ৪ নং ওয়ার্ডের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহরাব হোসেন খান সভাপতি ও ভোটাভুটির মাধ্যমে আবুল হোসেন খান সাধারণ সম্পাদক, গত ৪ঠা জুলাই লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৭নং ওয়ার্ডের সম্মেলনে ভোটাভুটিতে ইয়াকুব আলী বেপারী সভাপতি ও নূর আমিন সাধারণ সম্পাদক এবং গত ৫ই জুলাই উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ৬নং ওয়ার্ডের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আতিয়ার রহমান শেখ সভাপতি ও ভোটাভুটির মাধ্যমে আক্তার হোসেন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আঃ রহিম মোল্লা, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোঃ আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক আঃ মান্নান মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগণ এসব সম্মেলনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।