সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

খানখানাপুরের জাহিদ হাসানের অনবদ্য কাব্যগ্রন্থ ‘জীবন ধর্ম’

  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিশোর কবি জাহিদ হাসানের সুলিখিত অনবদ্য একটি কাব্যগ্রন্থ ‘জীবন ধর্ম’ প্রকাশিত হয়েছে।
বইটির প্রকাশক ঢাকার বাংলাবাজারের জনতা প্রকাশ প্রকাশনীর রফিকুজ্জামান হুমায়ুন। প্রকাশকাল জুন, ২০১৯। লালন ফকিরের প্রতিকৃতি সম্বলিত সুদৃশ্য প্রচ্ছদ এঁকেছেন সজিব খান। বইটি কবি তার প্রিয় মা-বাবা, বড় ভাই ও বোনকে উৎসর্গ করেছেন। ঝকঝকে উন্নতমানের কাগজে মুদ্রিত বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। ৪৮ পৃষ্ঠার বইটিতে অতৃপ্ত জীবন, সত্যের জয়গান, মানব প্রেম, অনিচ্ছার বাঁধন, সমাজ চিত্র, রাগ-অনুরাগ, আত্মসুখের সন্ধানে, প্রকৃতির জ্বালা, তুমি কে ইত্যাদিসহ মোট ৩৭টি কবিতা স্থান পেয়েছে। জীবনের বাস্তবতা, মরমি ও কিছুটা আধ্যাত্মিক ভাবধারার কবিতাগুলো কবির প্রতিভার স্বাক্ষর বহন করে। কবিতাগুলো পাঠকপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, কিশোর কবি জাহিদ হাসান খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের করিম মিজি ও কহিনূর বেগম দম্পতির ছেলে। ২০১৭ সালে সে খানখানাপুরের সুরাজ মোহিনী ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করে। বর্তমানে সে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে অধ্যয়রনরত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!