॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম গতকাল ৪ঠা জুলাই সকালে গোয়ালন্দ ঘাট থানা ও দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানায় পৌঁছালে থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর জেলা প্রশাসক থানার ওসি’র অফিস কক্ষে ওসি মোঃ এজাজ শফীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং প্রতিরোধ ও অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পর থানার রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা করে পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু ও সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
দুপুরে জেলা প্রশাসক গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নথি/রেজিস্টারাদী পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।