॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পর পর ২দিন যথাক্রমে ২২ ও ২০ কেজি ওজনের বিশালাকৃতির ২টি বাগাইড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে।
দৌলতদিয়া ঘাটে প্রায় প্রতিদিনই ছোট আকারের বোয়াল, কাতলা-বাগাইড়সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে থাকে। তবে গত বুধবার ও বৃহস্পতিবার ধরা পড়া বাগাইড় মাছ ২টি আকারে অনেক বড় হওয়ায় তা সকলের নজর কেড়েছে।
গতকাল ৪ঠা জুলাই দুপুরে দৌলতদিয়ার ৫নম্বর ফেরী ঘাটের পন্টুনের সাথে ২০ কেজির মাছটি রশি দিয়ে বেঁধে নদীর পানিতে জিইয়ে রাখা হলে মাছটি দেখার জন্য উৎসুক মানুষের ভীড় জমে যায়।
জেলেদের কাছ থেকে মাছ ২টি কিনে নেয়া স্থানীয় মাছ ব্যবসায়ী গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের ওলিমদ্দিন সরদার পাড়ার বাসিন্দা মাসুদ মোল্লা জানান, ভোরে গোপাল হালদার নামের এক জেলের জালে ২০ কেজি ওজনের এই মাছটি ধরা পড়ে। ৮২০ টাকা কেজি দরে তিনি মাছটি কিনেছেন। উপযুক্ত মূল্য পেলে তিনি মাছটি বিক্রি করবেন। এ জন্য মাছটি রশি দিয়ে বেঁধে নদীর পানিতে জিইয়ে রেখেছেন।
মাসুদ মোল্লা আরও জানান, এর আগে গত বুধবার ভোরে মদন হালদার নামের আরেক জেলের জালে ২২ কেজি ওজনের বাগাইড় মাছটি ধরা পড়েছিল। সেটি তিনি ৮০০ টাকা কেজি দরে কিনে নিয়েছিলেন। পরে ঢাকার এক শিল্পপতির কাছে ৯০০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন।