শুক্রবার, ০২ মে ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসক দিলসাদ বেগমকে সংবর্ধনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে গতকাল ৩রা জুলাই বিকালে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সুপার আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন খান।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, রাজবাড়ী সার্কিট হাউজের কর্মচারী টিটু মন্ডল, জে.এম শাখার কর্মচারী মোঃ রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানোসহ উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!