॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী কালেক্টরেট ক্লাবের পক্ষ থেকে গতকাল ৩রা জুলাই বিকালে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক অফিস সুপার আবু দাইয়ান মোল্লা জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট ক্লাবের সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তা মকবুল হোসেন খান।
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, রাজবাড়ী সার্কিট হাউজের কর্মচারী টিটু মন্ডল, জে.এম শাখার কর্মচারী মোঃ রফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানোসহ উত্তরীয় পরিয়ে ও সম্মাননা স্মারক ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।