সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

উন্নত দেশে উন্নীত হতে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে—জেলা প্রশাসক দিলসাদ বেগম

  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন/চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ২রা জুলাই সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াসের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন এবং রাজবাড়ী সদর উপজেলা সম্পর্কিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান। অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, জেলা ইমাম কমিটির সভাপতি ও ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা খানম, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স ও সাংবাদিক খন্দকার রবিউল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মানিক বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারী দপ্তরগুলোর কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আমি আপনাদের সাথে কাজ করা জন্যই এখানে এসেছি। কোন মানুষ একা কাজ করতে পারে না। সম্মিলিতভাবে কাজ করলেই তা ফলপ্রসু হয়। আমি আশা করবো আপনারা গতকাল পর্যন্ত যেভাবে কাজ করতেন এখন থেকে তার চেয়ে একটু হলেও বেশী করবেন। সরকারী দপ্তরগুলোর কর্মকর্তাদের সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্যই পদায়ন করা হয়। তাই তাদেরকে নিজেদের দপ্তরের সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে। তাহলে রাজবাড়ীবাসী উপকৃত হবে। আমরা চাই মধ্যম আয়ের দেশ থেকে উন্নত সমৃদ্ধশালী দেশে উন্নীত হতে সরকারের লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করতে। সে জন্য সকলকে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, এখানে আসার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে যে তথ্য দিয়েছেন তাতে দেখলাম এ উপজেলার শিক্ষার হার জাতীয় পর্যায়ের চেয়ে অনেক কম। জাতীয় পর্যায়ে যেখানে শিক্ষার হার ৭২% সেখানে এ জেলার হার ৫৭%-এটা মেনে নেয়া কষ্টকর। তাই আমার মতে এখানকার এক নম্বর প্রায়োরিটি দেয়া দরকার শিক্ষার উপর। শিক্ষক-অবকাঠামোর কোথায় কী সমস্যা সেটা দেখে কাজ করবো। আমি যতদিন এখানে আছি ততদিন আপনাদের জন্য কাজ করবো। সবাই মিলে কাজ করলে আমরা কারো থেকে পিছিয়ে থাকবো না।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন বলেন, রাজবাড়ী জেলা সুন্দর আছে। আসুন আমরা আরেকটু সুন্দর করি। মাদক শুধু রাজবাড়ী জেলার নয়, সারা দেশের সমস্যা। তবে দেশের অন্য জেলাগুলোর চেয়ে রাজবাড়ীতে মাদকের সমস্যা কম। আমি হবিগঞ্জে ইউএনও থাকা অবস্থায় দেখেছি সেখানকার অনেক সম্মানীত ব্যক্তিও অর্থের লোভে মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে। সবমিলিয়ে রাজবাড়ী জেলার মানুষ অনেক ভালো আছেন, সুন্দর আছেন।
তিনি রাজবাড়ীর অ্যাক্রোবেটিক সেন্টারটিকে কার্যকর করতে সংসদ সদস্যের সাথে কথা বলে জেলাবাসীর প্রত্যাশা পূরণ করবেন বলে আশা করেন।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস বলেন, জেলা প্রশাসক ঠিক থাকলে সারা রাজবাড়ী ঠিক থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আমরা নিশ্চিন্তে ঘুমাবে পারবো। আমি আমার কর্মব্যস্ততার মধ্যেও প্রত্যেক মাসে ৩/৪টি করে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করি। পরিদর্শনকালে আমার কাছে মনে হয়েছে রাজবাড়ী সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যতœশীল এবং তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেন। রাজবাড়ী পৌরসভার মধ্যে টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজাল্ট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেয়ে ভালো হওয়ার কারণ সেখানে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী পড়াশোনা করে, যা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে কম। পৌরসভা থেকে একটু দূরের বসন্তপুর ও সুলতানপুর ইউনিয়নে যেসমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্টও ভালো।
তিনি বলেন, আমরা চাই জঙ্গীবাদ নিপাত যাক। আমরা আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ যদি ভালো কাজ করে তাহলে রাজবাড়ীর মানুষ ভালো থাকবে। জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন সময় এলাকার লোকজনের মাধ্যমে আমরা জানতে পারি পুলিশের অনেক সদস্যই মাদক ব্যবসার সাথে জড়িত। কোন কোন সময় অনেক পুলিশ সদস্য ভালো মানুষের পকেটে মাদক দিয়েও হেনস্তা করছে বলে অভিযোগ রয়েছে। ইদানিং থানার গোলঘরে সালিশ করা হয়। সেই সব সালিশে আমাদের ইউপি চেয়ারম্যানদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে থানার পুলিশ অফিসাররা। কিন্তু হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছে থানায় কোন সালিশ করা যাবে না। আমাদের চেয়ারম্যানদেরও বলছি আপনারা থানায় গিয়ে কোন সালিশ করবেন না। আপনাদেরতো এমনিতেই ম্যাজিস্ট্রেসী পাওয়ার আছে। আপনারা কেন যাবেন থানায়। আমরা সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে সব ধরণের সহযোগিতা করবো। এই জেলা সুন্দর একটি জেলা। আপনার কাজের মাধ্যমে এটা আরো সুন্দর হবে-এটাই প্রত্যাশা করি।
টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, আমার বিদ্যালয়ের ফলাফল জেলার অন্য যে কোন প্রাথমিক বিদ্যালয়ের চেয়ে বরাবরই ভালো। এর কারণ ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কাজী ইরাদত আলীর সঠিক দিক-নির্দেশনা। তিনিসহ ম্যানেজিং কমিটির সকল সদস্য ও কর্মরত সকল শিক্ষকের আন্তরিকতা-নিষ্ঠার সাথে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সুযোগ-সুবিধা বিদ্যমান থাকা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ছোটবেলা থেকেই আইসিটি সেক্টরে সাফল্য অর্জন করতে পারে সেই জন্য ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগসহ অত্যাধুনিক একটি কম্পিউটার ল্যাব করে দিয়েছেন।
এছাড়াও তিনি লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়টির শিক্ষার্থীরা যাতে খেলাধুলা ও বিনোদনসহ সর্বক্ষেত্রে ভালো করতে পারে সেই ব্যবস্থাও করেছেন। সর্বোপরি সকল শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির কারণেই বিদ্যালয়টি এতটা অগ্রসর হতে পেরেছে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে উপজেলার স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার পূর্বে জেলা প্রশাসক দিলসাদ বেগম সদর উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানসহ অন্যান্য কর্মকর্তাগণ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। এরপর সভার শুরুতে উপজেলা পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর এবং উপজেলা প্রাথমিক-মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও মতবিনিময় সভায় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!