॥স্টাফ রিপোর্টার॥ সরকারী কোষাগার থেকে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা ও কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন চালুর দাবীতে গতকাল ২রা জুলাই দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন করেছে রাজবাড়ী জেলার ৩টি পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
সকালে কর্মবিরতির অংশ হিসেবে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে রাজবাড়ী পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজবাড়ী বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ পৌর কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি নাজিমুদ্দিন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিবর রহমান, গোয়ালন্দ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম চৌধুরী ও রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের সাধারন সম্পাদক আব্দুর রব প্রমুখ বক্তব্য দেন।
এ সময় পৌরসভার সচিব মোঃ মাসুদ আলম, সহকারী প্রকৌশলী এ.এইচ.এস মোঃ আলী খান, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ রফিকুল আলম বাদশা, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও হিসাব রক্ষক মোঃ মোকলেছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলাদেশের ৩২৭টা পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োমিত বেতন ভাতা পায় না। প্রকার ভেদে বিভিন্ন পৌরসভায় ২ থেকে ৫৬ মাসের বেতন বাকী আছে। তাই আমরা সরকারের কাছে দাবী করেছি যে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন –ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানীভাতা দিতে হবে। বাংলাদেশের অনেক কর্মকর্তা ও কর্মচারীরা আজকে রাস্তায় ভিক্ষা ভিত্তি করছে। অনেক কর্মচারীরা বেতন না পেয়ে তাদের ছেলে মেয়েদের লেখা পড়া করাতে পারছে না। চাল কিনার টাকা নাই ডাল কিনার টাকা নাই এরকম পরিস্থিতির মধ্যে আজকে আমরা সারা বাংলাদেশের পৌরসভার কর্মচারী কর্মকর্তা একদফা দাবীর সমর্থনে আমরা আন্দোলন করছি। আমাদের রাষ্ট্রের কাছে আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আমরা যেন সরকারী কোষাগার থেকে আমাদের বেতন ভাতা যেন পাই।