॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির ১ম সভা গতকাল ৩০শে জুন বিদ্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সফিকুল ইসলাম সফির সভাপতিত্বে এবং সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্সের সঞ্চালনায় সভায় কমিটির সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন, সদস্য এডঃ আনোয়ার হোসেন, মোঃ আতিয়ার রহমান, মাসুমা আক্তার, নার্গিস আক্তার ও শাহাদত হোসেন সভায় অংশগ্রহণ করেন।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি ও বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে ম্যানেজিং কমিটির সভাপতির নেতৃত্বে অন্যান্য সদস্যগণ নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, যথাযথ নীতিমালা অনুসরণপূর্বক গত ২৭শে মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যোৎসাহী(পুরুষ) মোঃ সফিকুল ইসলাম সফিকে সভাপতি এবং অভিভাবক সদস্য(পুরুষ) খোন্দকার আব্দুল মতিনকে সহ-সভাপতি নির্বাচিত করে ১০ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে বিদ্যোৎসাহী(মহিলা) এডঃ সুফিয়া খান রেখা, অভিভাবক সদস্য(পুরুষ) এডঃ মোঃ আনোয়ার হোসেন, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আতিয়ার রহমান, অভিভাবক সদস্য(মহিলা) মাসুমা আক্তার ও নার্গিস আক্তার, ওয়ার্ড কাউন্সিলর আলমগীর শেখ তিতু ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শাহাদৎ হোসেনকে সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স সদস্য-সচিব করা হয়েছে।