॥স্টাফ রিপোর্টার॥ সরকারী প্রশিক্ষণে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছেন রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স।
মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণ করার পাশাপাশি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে সেখানকার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অবহিত হবেন এবং দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগাবেন।
জুন কক্স ধারাবাহিকভাবে সেরা ফলাফলের জন্য রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃত টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৮ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে তিনি ১পুত্র ও ১কন্যা সন্তানের জননী। তার স্বামী আলী হোসেন পনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা রাজবাড়ী শহরের বড়পুল এলাকার স্থায়ী বাসিন্দা। সফলভাবে মালয়েশিয়া সফর সম্পন্ন করতে তিনি সকলের দোয়া কামনা করেছেন।