Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসক

॥কবির হোসেন॥ রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা গতকাল ১৪ই মার্চ দুপুরে সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী, সহকারী কমিশনার(ভূমি) আনম আবুজর গিফারী, সহকারী কমিশনার সাদিয়া শাহনাজ খানম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক জিনাত আরা উপজেলা ভূমি অফিসের রেকর্ড রুম পরিদর্শন করেন এবং পর্চা পাওয়ার ক্ষেত্রে কোন ভোগান্তি হচ্ছে কিনা সে সম্পর্কে সহকারী কমিশনার(ভূমি) ও জনসাধারণের নিকট জানতে চান।
সহকারী কমিশনার(ভূমি) আনম আবুজর গিফারী জেলা প্রশাসককে জানান, ভূমি অফিসের উন্নয়ন মূলক কিছু কাজ করা হয়েছে। এরমধ্যে হেল্পডেস্ক ও গোলঘর নির্মাণ করা হয়েছে এবং ‘পদ্মা পুকুর’ নামে একটি কৃত্রিম পুকুর নির্মাণ করা হচ্ছে। ‘ক’ তালিকাভূক্ত ভিপি সম্পত্তির সরকারী দখল সংক্রান্ত সাইনবোর্ড বানানো হয়েছে, সেগুলো বিভিন্ন স্থানে লাগানো হবে। এছাড়াও পর্চা প্রদানের জন্য ডিজিটাল খাম বানানো হয়েছে। এগুলো সম্পর্কে অবহিত হয়ে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।