॥স্টাফ রিপোর্টার॥ ঝড়ের কারণে গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আড়াই ঘন্টা ফেরীসহ নৌযান চলাচল বন্ধ ছিল।
এ সময় মাঝ নদীতে ঝড়ের কবলে আটকা পড়ে যানবাহন বোঝাই একটি বড় ফেরী। এছাড়া একটি বড় ফেরী ডুবোচরে আটকে যাওয়ায় ৭ঘন্টা পর উদ্ধার হয়। যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরী হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন দৌলতদিয়া কার্যালয় জানায়, গতকাল বৃহস্পতিবার ভোরে ঝড়ের কারণে ফেরী চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে অতিমাত্রায় ঝড়ো বাতাস সৃষ্টি হলে ভোর ৫টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ঝড়ো বাতাস কমে আসলে ফেরী চলাচল স্বাভাবিক হয়। আড়াই ঘন্টার বেশি গুরুত্বপূর্ণ এই নৌপথে নৌযান চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশ গাড়ি পারাপারের জন্য আটকা পড়ে। এর আগে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসার সময় রো-রো ফেরী ভাষা সৈনিক গোলাম মাওলা মাঝ নদীতে ঝড়ের কবলে পড়ে। ফেরিটিতে থাকা যানবাহন যাত্রী ও চালকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সংস্থাটি আরো জানায়, এর আগে গত বুধবার দিবাগত রাত ১১টার পর দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যানবাহন বোঝাই রো-রো ফেরী আমানত শাহ পাটুরিয়া ঘাটের কাছে ডুবোচরে আটকা পড়ে। দীর্ঘ ৭ঘন্টার বেশি সময় চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তীতে উদ্ধারকারী জাহাজের সহযোগিতায় ফেরিটি ডুবোচর মুক্ত হয়।
এদিকে ঈদের সময় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে ১১টি ফেরীসহ মোট ২০টি ফেরী চালু রাখা হয়। ঈদের পরবর্তীতে গত এক সপ্তাহ আগে এই নৌপথ থেকে রো-রো ফেরী ভাষা শহীদ বরকত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, রুহুল আমিন ও কেটাইপ ফেরী কাবেরীকে নারায়ণগঞ্জের ডক ইয়ার্ডে নিয়ে যাওয়া হয়। ফেরী চারটিতে ডিজিটাল প্রপেলার সিস্টেম চালু করতেই পাঠানো হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।
একদিকে ২০টি ফেরীর মধ্যে ৩টি বড়সহ ৪টি ফেরী চলে যাওয়ায় ফেরী স্বল্পতা দেখা দিয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এসব কারণে যানবাহন পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে কয়েকশ গাড়ি আটকা পড়ে।
গতকাল ২৭শে জুন ফরিদপুরের নগরকান্দার মিজান বাবু নামের স্থানীয় এক সংবাদকর্মী জানান, সন্তানকে ঢাকার একটি কলেজে ভর্তি করে স্ত্রীসহ গ্রামের বাড়ি ফিরছিলাম। কিন্তু পাটুরিয়া ঘাটে প্রায় চার ঘন্টা ধরে দীর্ঘ লাইনে আটকা পড়ে আছি। এরকম কয়েকশ গাড়ির হাজারো যাত্রী ঘন্টার পর ঘন্টা আটকে থেকে দুর্ভোগের শিকার হচ্ছে। দৌলতদিয়া ঘাট প্রান্তেও ফেরী ঘাট থেকে মহাসড়কের প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরী হয়েছে। পরিবহনের যাত্রীদেরকে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা করে আটকে থাকতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি বলেন, মূলত এ নৌপথের ২০টির মধ্যে ৪টি ফেরী এক সপ্তাহ আগে ডকইয়ার্ডে পাঠানোয় ফেরী স্বল্পতা দেখা দিয়েছে। পাশাপাশি গতকাল বৃহস্পতিবার সকালে প্রায় আড়াই ঘন্টার মতো ঝড়বৃষ্টির কারণে ফেরী চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে গাড়ির চাপ দেখা দিয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহা-পরিদর্শক(এজিএম) গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া রো-রো ফেরী আমানত শাহ পাটুরিয়ার কাছে পৌছামাত্র পানির চাপে ডুবোচরে আটকা পড়ে। নিজেরা চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে উদ্ধারকারী জাহাজ ও ফেরী কেরামত আলীর সাহায্যে সাত ঘন্টা পর সকাল সাড়ে সাতটার দিকে উদ্ধার হয়। এছাড়া ঝড়ের কারণে ভোর সাড়ে ৫টা থেকে সকাল পৌনে আটটা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ ছিল।