আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত ২দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ দিনে গতকাল ২৪শে জুন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে এক সঙ্গে গান গাইলেন দুই ভাই রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। ‘দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা-আমি যাব মদিনা’-গানটি পরিবেশনের সময় অনুষ্ঠানের দর্শকরা তুমুল করতালি দিয়ে উচ্ছাস প্রকাশ করে -চঞ্চল সরদার।