॥স্টাফ রিপোর্টার॥ বিশ্বমানের হাফেজ গড়ার দৃঢ় প্রত্যয়ে রাজবাড়ী শহরের সজ্জনকান্দায় (ফায়ার সার্ভিস অফিসের সামনে) বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আজহারী হাফিজাহুল্লাহ্র তত্বাবধানে পরিচালিত ‘ইমাম আসিম তাহফিজুল কোরআন ইন্টাঃ মডেল মাদ্রাসা’ চালু হয়েছে।
এ উপলক্ষে গত ২২শে জুন সন্ধ্যায় মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা ইমাম কমিটির সভাপতি ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী মোঃ আবু ইউসুফ, রাজবাড়ী কোর্ট জামে মসজিদের খতিব ও ভান্ডারিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোস্তফা সিরাজুল কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ইমাম কমিটির সভাপতি ও ভান্ডারিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোঃ সিরাজুম্মুনির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সদর উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী।
মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী সামছুল আলম জানান, এই মাদ্রাসাটি মানসম্পন্ন একটি মাদ্রাসা। এখানে রয়েছে আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ, হিফজ রিভিশন বিভাগ, নাজেরা বিভাগ ও আদর্শ নূরানী বিভাগ। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে।