॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ দায়িত্ব গ্রহণের প্রথম দিনে গতকাল ২৪শে জুন কর্মব্যস্ত সময় পার করলেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম।
সকাল ৯টায় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছালে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানানোর পর জেলা প্রশাসনের কর্মচারীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর জেলা প্রশাসকের অফিস কক্ষে কিছু সময় অতিবাহিত করার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া আয়োজিত তার বরণ, যুগ্ম-সচিব পদে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর বিদায় ও মতবিনিময় সভায় যোগদান করেন। সেই অনুষ্ঠানের পর বিদায়ী জেলা প্রশাসকের উপস্থিতিতে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিত হন। এরপর তিনি বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট থেকে ট্রেজারীর দায়িত্ব গ্রহণ ও পরিদর্শন শেষে নিজ অফিস কক্ষে বসে সব দায়িত্ব বুঝে নেন। সন্ধ্যায় তিনি দাপ্তরিক কাজ শেষে অফিস ত্যাগ করেন।