॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২১শে জুন দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত ৪০নং আসনের এমপি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেনের ঐচ্ছিক তহবিল হতে ৩৩জন ব্যক্তির মাঝে ১লাখ ৭৮হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, একাদশ জাতীয় সংসদের ৩৪০, মহিলা আসন-৪০ হতে নির্বাচিত এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেনের অনুকূলে ২০১৮-২০১৯ অর্থ বছরে ৩৩জনের নামে ১লাখ ৭৮ হাজার টাকা বরাদ্দ হয়।