॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির সমেশপুর গ্রামের যুবক আরিফ মোল্লা(২০) হত্যা মামলার রায়ে দুই সহোদরকে যাবজ্জীবন কারাদন্ড ও অপর সহোদরকে ১বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল ১৬ই জুন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ করিম এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার কামালপুর গ্রামে ইসমাইল সরদারের ছেলে ছালাম সরদার, রজব সরদার ও আলেক সরদার। এদের মধ্যে ছালাম ও রজব সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড দেয়া। এছাড়া আলেক সরদারকে ১বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।
জানা যায়, বিগত ২০০৩ সালের ৫ই মে সন্ধ্যার পর কামালপুর গ্রামে ইসমাইল সরদারের তরমুজের ক্ষেতের পাশ দিয়ে প্রতিবেশীদের সাথে আত্মীয় বাড়ীতে যাচ্ছিল আরিফ মোল্লা। এ সময় ইসমাইল সরদারের ছেলে ছালাম সরদার, রজব সরদার ও আলেক সরদার চোর সন্দেহে আরিফ ও তার প্রতিবেশী চাচাতো ভাই রিন্টুকে এলোপাতারীভাবে মারপিট করে। মারপিটের পর তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হলে রিন্টুকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হলেও আরিফকে ভর্তি করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালে আরিফের শারিরীক অবস্থা খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরদিন ৬ই মে-২০০৩ তারিখ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতিকালে আরিফ মারা যায়।
এ ঘটনায় বিগত ২০০৩ সালের ৭ই মে নিহত আরিফের বাবা হাকিম উদ্দিন মোল্লা বাদী রাজবাড়ী থানায় উল্লেখিত ৩জনকে আসামী করে ৩০২/৩২৩/৩৭৯/৩৪ ধারায় মামলা দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৬।
অতিরিক্ত পিপি অডঃ খন্দকার হাবিবুর রহমান বাচ্চু জানান, বিচারক বদলী সমস্যার কারণে ইতিপূর্বে এ হত্যা মামলার রায় কয়েকবার পিছিয়ে যায়। দীর্ঘ ১৬বছর পর গতকাল ১৬ই জুন এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। অভিযুক্ত আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিল। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিল। রায়ে অভিযোগ প্রমাণ হওয়ায় ৩০২ ধারায় ছালাম ও রজব সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরো ৬মাসের সশ্রম কারাদন্ড দেয়া। এছাড়া আলেক সরদারকে ৩২৩ ধারায় ১বছরের কারাদন্ড ও ৫হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে ১বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।