Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিজয়ী হলে কালুখালী উপজেলাতে প্রতিহিংসার রাজনীতি দূর করবো—চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকী হক

॥কাজী তানভীর মাহমুদ॥ আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে।
গতকাল ১৪ই জুন বিকেলে কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের বি-কয়া বাজার, লাড়ীবাড়ী বাজারসহ বিভিন্ন এলাকা তিনি এ গণসংযোগ করেন।
নূরে আলম সিদ্দিকী হক বলেন, দীর্ঘদিন ধরে কালুখালী উপজেলাবাসীর জন্য কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের বিপদে-আপদে সবসময় তাদের পাশে থাকি। মানুষের ভালোবাসা নিয়েই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তৃণমূল থেকে ব্যাপক সাড়াও পাচ্ছি। আমি বিশ্বাস করি কালুখালী উপজেলাবাসী বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে। আমি বিজয়ী হলে কালুখালীর মাটি থেকে প্রতিহিংসার রাজনীতি দূর করবো। বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, বেকার যুব সমাজের কর্মসংস্থান, নারী নির্যাতন প্রতিরোধসহ নানামুখী সামাজিক উন্নয়নে কাজ করবো।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে আগামী ১৮ই জুন কালুখালী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন। ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কালুখালী উপজেলার মোট ভোটার ১লক্ষ ১৭হাজার ৭৬৭জন, তাদের মধ্যে ৫৯হাজার ৮৫৫জন পুরুষ এবং ৫৭হাজার ৯১২জন মহিলা ভোটার। মোট ৪৬টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।