॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের স্বাস্থ্য বিষয়ক স্থানীয় পর্যায়ে টেকসই পরিকল্পনা অবহতিকরণ সভা গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের আয়োজনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন মোঃ মাহফুজুর রহমান।
বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউজের নির্বাহী পরিচালক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম আব্দুল হান্নান, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার এস.আই শেখ ফরহাদ হোসেন, যৌনপল্লীতে কাজ করা মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, সহ বিভিন্ন বেসরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সভায় দৌলতদিয়া যৌনপল্লীর ১২শতাধিক যৌনকর্মী, তাদের সন্তান ও সেখানে আগতদের স্বাস্থ্য ঝুঁকি ও করনীয় সম্পর্কে আলোচনা এবং করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। ইতিমধ্যে সেখানে বেসরকারী সংস্থা লাইট হাউজের পক্ষ থেকে কাজ শুরু করেছে বলে জানানো হয়। স্বাস্থ্য বিভাগ থেকে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদানের কথা বলা হয়।