॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী জেলা গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জেলা বার এসোসিয়েশনের ১০ বার নির্বাচিত সভাপতি প্রয়াত এডঃ চিত্ত রঞ্জন গুহ’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা গণফোরামের আয়োজনে গতকাল ১২ই জুন বিকালে জেলা বার এসোসিয়েশন ভবনের ৩য় তলায় এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণফোরামের সভাপতি এডঃ দেবেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে জেলা বার এসোসিয়েশনের সম্পাদক এডঃ কাজী আব্দুল বারী কুটিন, সহ-সভাপতি এডঃ খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, পাবলিক প্রসিকিউটর (পিপি) এডঃ উজির আলী শেখ, সরকারী কৌসুলী (জিপি) এডঃ আনোয়ার হোসেন, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ মন্টু, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ মিত্র ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, অন্যান্যের মধ্যে এডঃ গৌতম কুমার বসু, এডঃ আবুল বাসার মোঃ শরীফ ও এডঃ নিজাম উদ্দিন শেখ প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন প্রয়াত এডঃ চিত্ত রঞ্জন গুহ’র জ্যেষ্ঠ কন্যা এডঃ জয়া গুহ।
বক্তাগণ বলেন, এডঃ চিত্ত রঞ্জন গুহ দেশ-জাতি ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি সবসময় অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা লালন করেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি কখনো পিছু হটেন নাই। আইনজ্ঞ হিসেবে তিনি শুধু রাজবাড়ীই নয়, সারা দেশে সুপরিচিত ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত এডঃ চিত্ত রঞ্জন গুহ গণফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে আমৃত্যু রাজবাড়ী জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ১০ বার জেলা বার এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হিসেবে এবং দীর্ঘদিন হিন্দুদের প্রধান ধর্মীয় সংগঠন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও মুক্তিযুদ্ধের সংগঠক এডঃ চিত্ত রঞ্জন গুহ রাজবাড়ী সরকারী কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি ছিলেন।