॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীসহ ১৬টি জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে বদলী এবং ১৯জনকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে।
গতকাল ১১ই জুন রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখা এবং মাঠ প্রশাসন-২ শাখার পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদেরকে বদলী ও নিয়োগ করা হয়েছে।
রাজবাড়ীর নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব দিলসাদ বেগম।
অপরদিকে বর্তমান জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব পদে বদলী করা হয়েছে।
বদলীকৃত অন্যরা হলেন ঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিয়াকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব পদে, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম শায়লা ফারজানাকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পদে, ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম উম্মে সালমা তানজিয়াকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব পদে, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারকে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব পদে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার সিদ্দিকাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব পদে, বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তপন কুমার বিশ্বাসকে ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তোফায়েল আহমেদকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদে, রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম আব্দুল কাদেরকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে, রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হাবিবকে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদে, বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কবির মাহমুদকে পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমানকে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, পাবনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, ঝালকাঠীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হামিদুল হককে রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আরিফকে যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বেগম নাজিয়া শিরিনকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলী করা হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস.এম তরিকুল ইসলামকে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক অতুল কুমার সরকারকে ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম শাহিদা সুলতানাকে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ মামুনুর রশিদকে বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, মন্ত্রী পরিষদ বিভাগের সংযুক্ত উপ-সচিব ড. ফারুক আহমেদকে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপ-সচিব মোঃ জোহর আলীকে ঝালকাঠীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ হারুন-অর-রশিদকে নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবু জাফরকে লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব মোঃ আসিফ আহসানকে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলীপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।
উল্লেখ্য জেলার শীর্ষ কর্মকর্তাগণ নারী ঃ রাজবাড়ী জেলার জেলা ও দায়রা জজ, পুলিশ সুপার, জেলা তথ্য অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি’র) অধ্যক্ষ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে কর্মরত কর্মকর্তবৃন্দ নারী। গতকাল ১১ই জুন নিয়োগ পাওয়া দিলসাদ বেগম রাজবাড়ীর ৫ম নারী জেলা প্রশাসক।