॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের হেড ক্লার্ক নারায়ণ চন্দ্র পাল(৬১) গত ১০ই জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমাড়াই গ্রামের নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
এ খবর ছড়িয়ে পড়লে গতকাল ১১ই জুন সকালে জেলা বার এসোসিয়েশনের আইনজীবী, আইনজীবী সহকারী, স্বজন ও শুভানুধ্যায়ীরা তার বাড়ীতে ভীড় জমান। সকাল ১০টায় তার মরদেহ জেলা বার এসোসিয়েশন ভবন প্রাঙ্গণে আনা হয়। সেখানে বার এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ আইনজীবী ও আইনজীবী সহকারীগণ তার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন যাবৎ রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনে হেড ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলেসহ আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।